সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও হেনস্তার শিকার সাংবাদিক।ঘটনা রবিবার দুপুরে বিশালগড় রঘুনাথপুর রেল স্টেশন মাঠে।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানার দারস্ত কর্মরত সাংবাদিকরা।উল্লেখ্য রবিবার বিশালগড় রেলস্টেশনে জন অধিকার সংগ্রাম পরিষদ আয়োজিত ওয়াকফ বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতিপয় আন্দোলনকারী কর্তৃক হেনস্থার শিকার হন নিউজ আইকন চ্যানেলের এঙ্কার তথা বিশালগড় প্রেসক্লাবের সদস্য জুয়েল সাহা।সোমবার বিকেলে উক্ত বিষয়ে তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হয় বিশালগড় প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্তরা।সাংবাদিক জুয়েল সাহা কর্তৃক একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় থানায়।অভিযোগ পত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক,জেলা প্রেস ক্লাবের সম্পাদক উদয়ন চৌধুরী,সাংবাদিক জীবন সাহা,অমিত চৌধুরী, গৌতম ঘোষ,অলক আহমেদ,সহ অন্যান্যরা।