সাঁতার জানা সত্ত্বেও জলে ডুবে মৃত্যু নিকেশ দাস নামের এক ২২ বছরের যুবকের।জানা গেছে তার বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায়।বুধবার নিকেশ দাস রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিল।রুদ্রসাগরে মাছ ধরার সময় নিকেশ দাস আচমকা জলে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য।স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর পাঠায় মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরে।তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিকেশ দাসের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর নিকেশ দাসকে মৃত বলে ঘোষণা করে।বর্তমানে মেলাঘর হাসপাতালের মর্গে নিকেশ দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা আছে।ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত মেলাঘর থানার পুলিশ।