কমলাসাগর কালিবাড়ি যাওয়ার মূল সড়কটি সরজমিনে পরিদর্শনে এসে রেগে একপ্রকার অগ্নিশর্মা হয়ে উঠে বিধায়িকা।মুখ্যমন্ত্রীর সামনে এক মাসের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন কাজে হাত লাগায়নি এনবিসিসি তার জবাব তলব করেন তিনি।আজ রবিবার হওয়া সত্ত্বেও তিনি পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের একের পর এক তলব করতে শুরু করেন।বিধায়িকার জরুরি তলব পেয়ে একপ্রকার বাধ্য হয়েই ছুটির দিনে আসতে বাধ্য হন আধিকারিকরা।অনেক তাল বাহানা করে বিধায়িকাকে বোঝানোর চেষ্টা সত্ত্বেও কোন কাজ হয়নি।আগামীকাল সকাল দশটার মধ্যে যন্ত্রাংশ নিয়ে রাস্তার কাজে হাত লাগানোর আল্টিমেটাম জারি করেন।এনবিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার এবং পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ারকে।আধিকারিকরাও একপ্রকার বাধ্য হয়ে আগামীকাল থেকেই কাজে হাত দেবেন বলে আশ্বস্ত করেন।