স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক বছরের শিশু সন্তানকে নিয়ে বিশালগড় বিজয় নদের ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।বিষয়টি পথচারীরা লক্ষ্য করতে পেরে শিশু সহ জন্মদাত্রী মাকে প্রাণে বাঁচাতে সক্ষম হয়।এই অনভিপ্রেত ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে মহিলার স্বামী ও বিশালগড় থানার পুলিশ ছুটে আসলে উত্তেজিত জনতা মহিলার স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।বক্সনগর আশাবাড়ি এলাকার গৃহবধূ তানজিনা আক্তারের অভিযোগ স্বামী সবুজ মিয়া প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।স্বামী সবুজ মিয়ার নির্যাতন সহ্য করতে না পেরেই রবিবার বিকেলে বিশালগড় বাজার এলাকায় ব্রীজের উপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়া আত্মহত্যার চেষ্টা করে বলে জানান।