আসাম রাইফেলস বাহিনীর উদ্যোগে ‘দীপক প্রকল্প’ চালু হচ্ছে । সোমবার আগরতলার ২১ আসাম রাইফেলস কার্যালয়ে এক মউ স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে । তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা ।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাই রাষ্ট্রের অগ্রগতির প্রধান সূচক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের বর্তমান সরকার প্রান্তিক এলাকা পর্যন্ত গুণগত শিক্ষা সম্প্রসারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । আসাম রাইফেলস্ এনআইইডিও এবং এক্সিস ব্যাঙ্কের মধ্যে দীপক প্রকল্পে’ মউ স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। । অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের ‘সুপার ৩০’ প্রকল্পের ধারনার উপর ভিত্তি করে “দীপক প্রকল্প’ প্রণয়ন করা হবে। ‘সুপার ৩০’ প্রকল্প রাজ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ কোচিং এর ব্যবস্থা করা । উচ্চ মাধ্যমিকের পর নিট বা জেইই কোর্সে আগ্রহীদের বিশেষ কোচিং দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার বিক্রম গুলেরিয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আর শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন মেজর জেনারেল বি কে নামবিয়া।