দ্বিতীয় বিজেপি-আইপিএফটি জোট সরকারের শপথের দিনেই তিপ্রা মথার সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সঙ্গেই আবার জল্পনা তৈরি হল মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহার সরকারে তিপ্রার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে।সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মানিক। তাঁর সঙ্গেই বিজেপির ৭ এবং সহযোগী আইপিএফটির এক মাত্র বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। এর পর তিপ্রা প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে রাজ্য অতিথিশালায় বৈঠক করেন শাহ। তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব। পরবর্তী সময়ে রাজবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে মথা চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, জনদাতিদের সাংবিধানিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সরকার যোগ দেবেন না। তবে আলোচনার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের ধন্যবাদ জানান।