শনিবার রাতে ধলাই জেলার একজন এবং আগরতলা প্রতাপগড় সুভাষ নগরের দুই বন্ধু মোট তিন বন্ধু মিলে উদয়পুর মাতাবাড়ি গিয়েছিল একজনের বন্ধুর বাবার শরীর অসুস্থ থাকায় পূজো দিতে।পূজো দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তারমাথা বন্ধন ব্যাংকের সামনে আসতেই তাদের বাইকের পেট্রোল শেষ হয়ে যায়।ফলে তারা বাধ্য হয়ে তিন বন্ধু মিলে বাইকটিকে ঠেলে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়।এমন সময় হঠাৎ করে দুটি গাড়ি তাদের পথ আগলে ধরে।দুটি গাড়ি থেকে আট নয় জনের একটি দুষ্কৃতী দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের কাছ থেকে দামি মোবাইল সেট নগদ টাকা পয়সা সব লুটে নিয়ে চম্পট দেয়।ফলে তারা নিরুপায় হয়ে সামনের দিকে এগিয়ে যেতেই বিশালগড় থানা পুলিশের নাকা চেকিং পার্টির সামনে পড়ে।তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলতেই শুরু হয় পুলিশের তৎপরতা এবং ঘন্টা খানেকের মধ্যেই কমলাসাগর বিধানসভার মিয়া পারার বাপন মিয়াকে(২৩) তার TR01BV0653 নম্বরের হোন্ডাই i10 গাড়িসহ গাড়ির ভেতরে থাকা অন্তর মিয়া(১৮),জুয়েল মিয়া(২০),সুমন মিয়া(১৯) এবং নতুন কলোনির সাগর নম:(১৯) ও সুশান্ত দেব(২৪)কে ধারালো অশ্রসস্ত্র সহ আটক করতে সক্ষম হয়।রবিবার বিশালগড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে IPC U/S 395/382-E/323/506 ধারা মোতাবেক একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর BLG P.S Case No-93/2023।রবিবার বিকেলে বিশালগড় থানার ওসি তাপস দাস জানান তদন্তের স্বার্থে ছিনতাই কান্ডে ব্যবহার করা অপর গাড়িটির নম্বর এবং যারা যুক্ত রয়েছে তাদের নাম সামনে আনা সম্ভব হচ্ছে না তবে খুব শীঘ্রই তাদেরকেও জালে তোলা হবে বলে আশ্বস্ত করেন