মঙ্গলবার লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের (বেসরকারি বিদ্যালয়)চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।সিবিএসসি পরিচালিত এমন একটি বেসরকারি বিদ্যালয়ে বাংলা বিষয়ের সাথে সাথে ককবরক ভাষায় ও একটি বিষয় চালু করার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে প্রতিনিয়ত।যার ফলস্বরূপ সুপার থার্টি প্রকল্প,নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদের বাইসাইকেল প্রদান,মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার,প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে টিভি চ্যানেলের মাধ্যমিক কোচিং ক্লাস,স্মার্ট ক্লাস তৈরি,মিশন মুকুলের মত আরও বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগে চালু রয়েছে আমাদের রাজ্যে।ফরেনসিক ইউনিভার্সিটি,”ল” ইউনিভার্সিটি,ধন্মদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ডেন্টাল কলেজ,ইঞ্জিনিয়ারিং কলেজ চালুর ফলে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের রাজ্যে এডুকেশন হাব হিসাবে উঠে এসেছে বলে জানান তিনি।তাছাড়া অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আর্থিক বোঝা থেকে মুক্তি দিতে স্কুল কর্তৃপক্ষ যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়ষী প্রশংসা করেন।বর্তমানে বিদ্যালয়টি কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু থাকলেও আগামীদিনে যেন তার আরও শ্রীবৃদ্ধি ঘটে ইউনিভার্সিটি পর্যায়ে উন্নীত হয় তার আসা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা,কমলসাগর ও বিশালগড়ের বিধায়ক,জেলা সভাধিপতি, বিদ্যালয়ের ম্যানেজিং ট্রাস্টি ডাঃআলেক্ষ্য দাসগুপ্ত সহ অন্যান্যরা।