বন দপ্তরের লাইসেন্স রিনিউয়াল না হওয়ায় গাড়ি চালকদের বিক্ষোভ প্রদর্শন করে মহকুমা বন দপ্তরের আধিকারিকের অফিসের সামনে।ঘটনা শুক্রবার সকালে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে।জানা গেছে বালুর ঘাট থেকে বালুর টিপ দিতে গেলে গাড়ি গুলির গাড়ির কাগজপত্রের পাশাপাশি বন দপ্তরের একটি লাইসেন্স নিতে হয় এবং যেগুলি প্রতিবছর ১০০০ টাকা অনলাইনে আবেদন করে ফি জমা করে রিনিউয়াল করতে হয়।গাড়ি চালকরা এই বিষয়টি নিয়ে দক্ষ না হওয়ায় তাদের অনেকেরই অনলাইনে পেমেন্ট হয়নি।যার দরুন তাদের লাইসেন্স আটকে পড়ে।ফলে তারা সকলেই একযোগে এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে মহকুমা বন আধিকারিক অফিসের সামনে।পরে এসডিএফও প্রাণজিত ভৌমিকের হস্তক্ষেপে আগামী তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস প্রদানের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।