খোয়াই পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে
লক্ষাধিক টাকার বিলেতি মদ উদ্ধার।গাড়ি চালক ও বিলেতি মদের মালিক পলাতক।খবর নিয়ে জানা গেছে গোপন সংবাদের খবরের ভিত্তিতে TRO63461 নম্বরের যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।অন্যদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।কিন্তু শীঘ্রই গাড়িচালক এবং বিলেতি মদের মালিককে জালে তুলতে তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান খোয়াই থানার ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকার।