রোমান স্ক্রিপ্টের দাবিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনির্দিষ্ট কালের বনধে্র অঙ্গ হিসাবে সোমবার সকালে দেওয়ান বাজার এলাকায় উদয়পুর আগরতলা সড়ক অবরোধ করে টিএসএফ।অন্যদিকে বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া এলাকায়ও আগরতলা সোনামুড়া সড়ক অবরোধ করে তিপ্রামথার ছাত্র সংগঠন টিএসএফ।খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী।সড়ক অবরোধের ফলে আটকে পড়ে নব দম্পত্যের গাড়িও।অবরোধের নেতৃত্ব ছিলেন ১২ টাকারজলার তিপ্রা মথার ব্লক প্রেসিডেন্ট অমৃত দেববর্মা ও স্টেট অবজারভার বুদ্ধ দেববর্মা।সড়ক অবরোধ সকাল গড়িয়ে দুপুর হতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান তারা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ই দেখতে ও মনোবল বাড়াতে ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত হন।সাধারণ মানুষের দুর্ভোগের প্রশ্নের উত্তরে তিনি জানান এতে আমরাও মর্মাহত।কিন্তু হাজার হাজার জনজাতি ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই পথে হাঁটতে হয়েছে।তবে রাজ্য সরকার যে কোন মুহূর্তে রোমান স্ক্রিপ্টের পক্ষে সহমত পোষণ করলে তারা অবরোধ থেকে সরে আসবে বলেও জানান তিনি।