বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত এক।ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়।জানা গেছে শুক্রবারের সকালে মিয়াপাড়া মসজিদ সংলগ্ন প্রতিবেশী আবুল বাসারকে কাঠের ফাইল দিয়ে গুরুতরভাবে মাথায় আঘাত করে শাসকদলের দাপুটে নেতা দুলাল মিঞা তার ছোট ছেলে সামির মিঞা,শাহজাহান মিঞা এবং মনির হোসেন।জানা গেছে আবুল বাসার দীর্ঘদিন ধরে মসজিদের পাশের যে রাস্তাটি তা ব্যবহার করে আসছে।সম্প্রতি দুলাল মিয়া এবং তার পরিবারের লোকজনরা আবুল বাসারের পরিবার-পরিজনদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার কথা জানান।এতে তার পরিবারের লোকজন অসহায়ত্বের কথা তুলে ধরেন তাদের সামনে।কিন্তু তারা বিষয়টি মানতে নারাজ।দুলাল মিঞা এবং তার লোকজনদের দাবি রাস্তার জায়গাটি মসজিদের।ফলে তারা রাস্তাটি বন্ধ করে দেবে বলায় এই নিয়ে দুই পক্ষ বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।এরই মধ্যে মনির হোসেন এবং সামির মিঞা বড় একটি কাঠের ফাইল নিয়ে পেছন দিক থেকে আব্দুল বাসারের মাথায় আঘাত করে বসে।এতে মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে প্রথমে আনা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।এখানে তার মাথায় বারটি সেলাই করে রেফার করে দেওয়া হয় জিবির ট্রমা কেয়ার সেন্টারে।বর্তমানে ওখানেই চিকিৎসা চলছে তার।এদিকে বিষয়টি নিয়ে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আহতের পরিবারের তরফে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।