রাজ্যের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত হল মঙ্গলবার।রাজ্যের প্রধান দুই জঙ্গি সংগঠন রাজ্যে NLFT ও ATTF নামক দুই জঙ্গি সংগঠন স্থান করে নিল ইতিহাসের পাতায়।মঙ্গলবার জম্পুইজলায় টিএসআরের ৭ম ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এনএলএফটি ও এটিটিএফের মোট ৫০০ জন সদস্য আত্মসমর্পণ করেন।রাজ্যের পুলিশ মহা-নির্দেশক অমিতাভ রঞ্জন,এডিজি অনুরাগ ধ্যানকর,হোম সেক্রেটারি পিকে চক্রবর্তী,মুখ্য সচিব জে.কে সিনহা এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহার হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন এনএলএফটির সভাপতি বিশ্ব মোহন দেববর্মা,সহ-সভাপতি পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা,এটিপিএফের সভাপতি অলিন্দ্র দেববর্মা,সহ-সভাপতি সুকুমার দেববর্মা সহ অন্যান্যরা।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃমানিক সাহা উগ্রপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আত্মসমর্পণ কারী এই দুই জঙ্গি সংগঠনের প্রত্যেক সদস্য এবং নেতৃত্বদের অভিনন্দন জানিয়েছেন।তিনি আরও বলেন যারাই আজকে হিংসার পথ পরিত্যাগ করে উন্নয়নের মূল স্রোতে ফিরে আসার অঙ্গীকার করেছে তারা আগামীদিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।