বিজেপি সরকার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের সরকারে এসেছে। ২ মার্চ ফলাফল ঘোষণা হলেও নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে সেদিন তেমন কোন বিজয় মিছিল সংগঠিত হয়নি। পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিজয় মিছিল করছে বিজেপি। আগেই ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ১১ মার্চের মধ্যে সমস্ত বিজয় মিছিল এবং বিজয় উৎসব শেষ করতে হবে। বর্তমানে পরীক্ষার মরশুম চলছে। সেই বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল। সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা। ধর্মনগর থেকে শুরু করে কুমারঘাট, অমরপুর, গণ্ডাছড়া, খোয়াই প্রভৃতি এলাকায় শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল সংগঠিত হলেও অপ্রীতিকর ঘটনা ঘটে অম্পিনগর বাজারে। বর্তমানে পরিস্থিতি সেখানে স্বাভাবিক বলে পুলিশ সূত্রের দাবি। অম্পিনগর বাদ দিলে উৎসবের মেজাজেই শনিবার দিনটি কাটিয়েছে শাসক দল।