মহিলাদের সার্বিক নিরাপত্তা প্রদানে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বিজেপি জোট সরকার । মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানে যা যা পদক্ষেপ নিতে হয় তার প্রতিটাই নেবে রাজ্য সরকার । যাবতীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে । সৌভ্রাতৃত্বের প্রতীক রাখী বন্ধন উৎসব উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এমনই বলেছেন । মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত কর্মসূচিতে নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি মেলে ধরেন । সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হওয়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অংশের মা বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখী বেঁধে দিয়ে শুভেচ্ছা বিনিময়, আশীর্বাদ ও দীর্ঘায়ু কামনা করেন। এতে বিজেপি মহিলা মোর্চা থেকে শুরু করে বিভিন্ন নারী সংগঠন ও সংস্থার প্রতিনিধিগণ শামিল হন ।
অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যের মহিলারা যেন আরো শক্তিশালী হয় । মহিলাদের অধিক ক্ষমতায়নে রাজ্য সরকার বিশ্বাসী । একজন ভাই হিসেবে নারীদের পূর্ণ নিরাপত্তা প্রদান, তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সহ সমস্ত দিকে যাতে ভালো রাখা যায় তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে । স্ব-সহায়ক দল গঠনের মাধ্যমে মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যেও বর্তমান সরকার তৎপর ।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন , ইতিমধ্যে স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য প্রায় এক লাখ বাই সাইকেল বিতরন করা হয়েছে। রাজ্য সরকার গরীব মেধাবী উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে । পড়াশুনার প্রতি তাদের উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত । বিজেপি আইপিএফটি সরকারের জমানায় মা বোনেরা একটা ‘ফিল গুড’ পরিবেশের মধ্যে রয়েছেন। এছাড়া মা বোনদের নিরাপত্তা প্রদানের জন্যও এই সরকার অঙ্গিকারবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনা, উপ ঘটনা অনেক জায়গায় হয় অনেক সময়। এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। রাজ্যের যেকোন জায়গায় গার্হস্থ্য হিংসা, ইভটিজিং কিংবা নারী ঘটিত কোন অপরাধ কিছুতেই বরদাস্ত করবে না সরকার। এসকল ঘটনায় আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে।
এদিন শিশু থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রীরাও মুখ্যমন্ত্রীকে রাখি পড়াতে তার সরকারি বাসভবনে যায় ।