রবিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রে ১৪১ পরিবারের ৪৬৮ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন।উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন প্রত্যেকের হাতে পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন।আজকের এই যোগদান সভাটি ছিল এযাবৎকালের সবচেয়ে বড় যোগদান সভা।এতে চড়িলাম বিধানসভা কেন্দ্রের আইপিএফটি দলের তাবর তাবর নেতৃত্বরা বিজেপিতে শামিল হন।এক কথা চড়িলামে আইপিএফটি দলকে একেবারে ধুঁয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে।আইপিএফটি নেতৃত্বরা বিজেপি দলে শামিল হওয়ায় বিজেপি অনেকটাই বাড়তি অক্সিজেন পেয়েছে বলা চলে।এই মেগা যোগদান সভার মধ্যে দিয়ে চড়িলাম কেন্দ্রটি আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে জয়ের পথ আরও প্রশস্ত করে দিয়েছে বলে জানান উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন।এই দলত্যাগীদের মধ্যে জনজাতি অংশের ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু অংশের ভোটারদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়।