মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অন্তর্গত কমলাসাগর বিধানসভার দুই কলেজ পড়ুয়া ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।উল্লেখ্য সারা রাজ্যব্যাপী ১৪০ জন কলেজ পড়ুয়া মেধাবী ছাত্রীর হাতে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অধীন স্কুটি তুলে দেওয়া হয়েছিল।কমলাসাগর বিধানসভা পাণ্ডবপুর ও লেম্বুতলী এলাকা থেকে দুজন সৌভাগ্য মেধাবী ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করে।কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ও সমাজসেবী কাজল সরকারের উদ্যোগে বৃহস্পতিবার কমলাসাগর অসীমান্তিক ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাণ্ডবপুরের ঝর্ণা দেবনাথ ও লেম্বুতলীর সপ্তমী সরকারকে সংবর্ধিত করা হয়েছে।কমলাসাগর বিধানসভার গরিব ও মেধাবী দুই কৃতি ছাত্রীর এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।