মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহার হাত ধরে সিপাহীজলা জেলায় শুভারম্ভ হতে চলছে মাস্কা ৫.০ এর।”মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর” অভিযানের অঙ্গ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মাস্কা ৫.০ এবং “আয়ুষ্মান ভব” ক্যাম্পেইনের শুভ সূচনা হবে বক্সনগরের মানিক্যনগর কমিউনিটি হলে।এই ক্যাম্পেইনের মাধ্যমে ০ থেকে ১৯ বছর বয়সী মোট ১ লক্ষ ৩৮ হাজার ১৭৫ জন ছেলেমেয়েদের টিকাকরণ করা হবে।এর জন্য ১ হাজার ২৮৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র,৬৩ টি বেসরকারি বিদ্যালয় এবং ৫৯৩ টি সরকারি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে এই টিকাকরণ কর্মসূচির জন্য।মাস্কা ৪.০ অভিযানে মোট ৯৫% সাফল্য পেয়েছিল সিপাহীজলা জেলা।তাই এবার ১০০ শতাংশ নিশ্চিত করতে পরবর্তী ধাপে চা-বাগান,ইটভাট্টা ও রুরাল এরিয়াতে ডোর স্টেপ সার্ভিস প্রদান করা হবে স্বাস্থ্য দপ্তরের তরফে।পাশাপাশি টিনএইজ প্রেগনেন্সি,বাল্যবিবাহ ও গর্ভবতী মহিলাদেরকে পুষ্টি প্রকল্পের সম্বন্ধে অবগত করা হবে পিআরআই লোক্যাল বডির সহযোগিতায়।অন্যদিকে “আয়ুষ্মান ভব” অভিযানের মাধ্যমে নতুন বেনিফিসারিদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানান সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃবিশাল কুমার।এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃদেবাশীষ দাস,জেলার ইমিউনাইজেশন অফিসার ডাঃশর্বনী দেববর্মা, ডিসস্ট্রিক এডুকেশন অফিসার মলয় ভৌমিক সহ অন্যান্যরা।