মানুষ অনেক দুঃখ দুর্দশা নিয়ে থানায় পুলিশের কাছে আসেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশ স্টেশনে আসা মানুষের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। যাতে মানুষ নির্দ্বিধায়ভাবে তাদের সমস্যা সম্পর্কে মন খুলে কথা বলতে পারে। আর নারী সংক্রান্ত অপরাধের ঘটনা রুখতে না পারলে মহিলা থানা স্থাপনের কোন স্বার্থকতা আসবে না।
বুধবার ধলাই জেলার আমবাসায় মহিলা থানার দ্বারোদঘাটন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে ধলাই জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। আমবাসা সার্কিট হাউজে জনজাতি সমাজপতিদের সঙ্গে বৈঠকের পর মহিলা থানার উদ্বোধন করেন তিনি।