মাদক মামলার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ।তারা রেলে বহিঃরাজ্যে গাঁজা নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকায় থাকত বলে অভিযোগ।আটক কৃতরা হল অনুপকুমার বাড়ি বিহারের পশ্চিম চম্পারানে ও উজ্জ্বল কুমার ঠাকুর বাড়ি বিহারের জামালপুরে।