বিশালগড় মহকুমা শাসকের হাত ধরে নিউ জয়গুরু পেট্রোল পাম্পের শুভ সূচনা হয়েছে শনিবার।ইন্ডিয়ান অয়েলের কিষাণ সেবা কেন্দ্রের অঙ্গ হিসাবে এদিন গোলাঘাটি বিধানসভায় প্রথম
পেট্রোল পাম্পের উদ্বোধন হওয়ায় খুশির হওয়া গোটা এলাকাজুড়ে।বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পেট্রোল পাম্পের মালিক অলক পাল জানান প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বেশ কিছু জায়গায় ছোট আকারে পেট্রোল পাম্পের অনুমতি প্রদান করেছে সম্প্রতি।এরই অঙ্গ হিসাবে গোলাঘাটিতে শনিবার যাত্রা শুরু করল ইন্ডিয়ান অয়েলের অধীন কিষান সেবা কেন্দ্র নামে নিউ জয়গুরু পেট্রোল পাম্পের।এই পাম্পে কুড়ি হাজার লিটার করে পেট্রোল ও ডিজেল মজুদ রাখার ক্ষমতা রয়েছে।পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে এখানে স্বচ্ছ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা সহ বিনামূল্যে গ্রাহকরা গাড়ি কিংবা মোটর সাইকেলের চাকায় হাওয়া দিতে পারবে বলে জানান আধিকারিকরা।আগামীদিনে এই পেট্রোল পাম্পের মাধ্যমেই কৃষকদের বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।