নিজের ঘরেই অগ্নি দগ্ধ হয়ে প্রাণ গেলো দুই শিশুর।ঘটনা বিকেল তিনটা নাগাদ রাধা কিশোরপুর থানার পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েতের ঠান্ডাছড়া এলাকার জনজাতি শিবু দেব্বর্মার বাড়িতে।কাচিগাং ছড়ার পাশে অবস্থিত ওই বাড়ির মাটির ঘর ও টিনের ছাওনি ঘরে কি ভাবে আগুন লাগল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।কাজের তাগিদে স্বামী স্ত্রী দুই জনেই বাড়ির বাইরে ছিলেন।দুই শিশুর বাবা শিবু দেব্বর্মা অন্যের বাড়িতে কাজ করছিলেন।দুই শিশুর মা শিশুদের ঘরে ঘুমে রেখে দরজায় তালা লাগিয়ে জঙ্গলে লাকড়ি আনতে গিয়েছিলো।এমন সময় ঘরে আগুন।এই আগুনের লেলিহান শিখায় প্রতিবেশীরা ছুটে আসে।খবর দেওয়া হয় দমকলের অফিসে।উদয়পুর শহর থেকে ছয় কিলোমিটার উত্তর পূর্ব অবস্থিত ঠান্ডা ছড়া গ্রাম।ওই গ্রামে যাওয়ার রাস্তা এতটাই বেহাল দশা ছিলো দমকলের ইঞ্জিন সময়মতো ঘটনা স্থলে যেতে পারে নি।ততক্ষনে আগুনে পুরে ছাই হয়ে গেছে তাদের বসত ঘরটি।একই সঙ্গে আগুনে ঝলসে যায় দুই শিশু।ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।হৃদয়বিদায়ক এই ঘটনার বিবরণ দিয়ে বাড়ির মালিক জানান স্বামী স্ত্রী কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।এমন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে তারা জানান।এই সময় তাদের চার বছরের কন্যা সন্তান অনিতা দেব্বর্মা ও তিন বছরের পুত্র সন্তান রাকেশ দেব্বর্মা বাড়িতে ঘুমিয়ে ছিলো।দুই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে l