রবিবার রাতে মধুপুর বাজার থেকে চুরি যাওয়া TR01AL9235 নম্বরের পালসার বাইকটি ভোর রাতে ফুলতলী বাজার সংলগ্ন লোকনাথ আশ্রমের সামনে থেকে চুর সহ বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নির্জন এলাকায় কাকভোরে একটি বাইক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।তাই তারা কিছুক্ষণ লুকিয়ে বাইকটির উপর নজর রাখতেই লক্ষ্য করে মধুপুর এলাকার বিভাস দেববর্মা নামে এক যুবক বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করে।তখন স্থানীয়রা তার কাছে মোটর সাইকেলটির চাবি চাইতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তখন সকলে মিলে তাকে আটক করে উত্তম মাধ্যম দিলে সে চুরির ঘটনাটি স্বীকার করে।ফলে সোমবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে চুরির বাইক সহ তাকে তুলে দেয় আমতলী থানার পুলিশের হাতে।