গোপন সূত্রের খবরের ভিত্তিতে কমলাসাগর বিধানসভার কোনাবন ও জীবন বিওপির মাঝামাঝি কাঁটাতারের বেড়া সংলগ্ন জঙ্গল থেকে গতকাল রাতে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ।বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিলেও কোন ধরনের তথ্য দিতে অস্বীকার করেন মধুপুর থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড ওসি সুকান্ত দেবর্বমা।ফলে বিএসএফের সাফল্যকে চেপে মধুপুর থানা এলাকায় অবাধ পাচার বাণিজ্যের কাহিনী কখনো ঢেকে রাখা সম্ভব নয়।যার ফলশ্রুতি হিসাবে ফেব্রুয়ারি মাসে মধুপুর থানায় একটিও এনডিপিএস মামলা নেই অথচ কমলাসাগরের বিএসএফ ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি ক্ষেত্রে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।ফলে মধুপুর থানার পুলিশ আছে বেশ মজাতেই।
































