-
সিপাহীজলা জেলার জেলাশাসক ডাঃসিদ্ধার্থ শিব জয়সওয়াল ও সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নিকট মঙ্গলবার বিকেলে এক ডেপুটেশন প্রদান করা হয়।তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে প্রদান করা হয়েছে এই ডেপুটেশন।বিধায়ক রঞ্জিত দেববর্মার,সাথে ছিলেন এনএলএফটি আর্মি চিফ সুরেন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী আশীষ দাস,অমর দ্বীপ দেববর্মা,সুমন দেববর্মা সহ অন্যান্যরা।বিধায়ক রঞ্জিত দেববর্মা একটি দাবি সনদ তুলে দেন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের হাতে। বিধায়ক জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে জানতে চান এখন পর্যন্ত অবৈধ ভাবে অনুপ্রবেশ-কারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য চেয়েছেন। সিপাহীজলা জেলার সীমান্ত এলাকাতে কঠোর ভাবে প্রশাসনিক নজরদারি বাড়াতে বিধায়ক জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে অনুরোধ করেন। অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশাসনিক ভাবে চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।বিগত তিন মাসে সিপাহীজলা জেলার সীমান্ত এলাকা দিয়ে কতজন বাংলাদেশী এবং রোহিঙ্গা রাজ্যে প্রবেশ করেছে এবং কতজন ধরা পড়েছে এবং কতজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে তার বিস্তারিত তথ্য দিতে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে অনুরোধ করেন বিধায়ক।অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্য এবং দেশের নিরাপত্তার পক্ষে হুমকি।এই সমস্ত অনুপ্রবেশ- কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করতে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে আজকের এই ডেপোটেশন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা।