নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ভলান্টারি হেল্থ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার যৌথ উদ্যোগে শনিবার একটি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে বিশালগড় টাউন হলে।এদিনের এই শিবিরে কলকাতার বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর কুনাল সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন সিনিয়র ডায়াবেটিস স্পেশালিস্ট ডাঃউওীয় গুপ্ত,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃদ্বৈপায়ন দেব রায় সহ অন্যান্যরা।সকাল সাড়ে আটটা থেকে টানা দুপুর পর্যন্ত চলে এই মেগা স্বাস্থ্য শিবিরিটি।অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা উক্ত শিবিরে আসে বিশেষজ্ঞ ডাক্তারদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করার লক্ষ্যে।ভ্যাটের তরফে হার্টের রোগীদের জন্য ইসিজির ও সুব্যবস্থা করা হয়েছিল।বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃকুনাল সরকার নেশার কুপ্রভাব সম্বন্ধে বলতে গিয়ে এই মারণব্যাধী নেশা কিভাবে আমাদের যুবসমাজকে,পাশাপাশি পরিবার গুলিকেও কিভাবে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তা সকলের সামনে তুলে ধরেন এবং এর থেকে পরিত্রাণ পেতে সমাজের সকল অংশের মানুষকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।তাছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন পাশাপাশি যেকোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান।