গাড়ি ভাড়া না থাকায় তপ্ত রোদে পুড়ে আড়াই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভাতার টাকার জন্য এক বৃদ্ধাকে পৌঁছতে হয়েছে ব্যাংকে।ঘটনা উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায়।জানা গেছে ৯০ বছর বয়সি কল্পনা দেবনাথ নিতান্তই গরিব।১০ টাকা গাড়ি ভাড়া দেওয়ার মত অবস্থাতে নেই তিনি বর্তমানে।ফলে আড়াই কিলোমিটার রাস্তা লাঠি ভর করে পায়ে হেঁটে বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংকে পৌঁছাতে হয়েছে তাকে।উনাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে প্রতিবেশী রেখা দেবনাথ।