ব্রাউন সুগার সহ খোয়াই থানার পুলিশের হাতে আটক ২ নেশা কারবারি।বুধবার রাতে পুরান বাজার এলাকায় TR01X0486 নম্বরের মারুতি ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।সঙ্গে আটক করা হয় কমলপুরের শিব শংকর দত্ত ও খোয়াইয়ের দেবব্রত শীল।