বৃহস্পতিবার রাতে পৃথক তিনটি অভিযানে কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনামুড়া থানার পুলিশ।এনসি নগর বর্ডার এরিয়ায় পেট্রোলিং এর সময় পাঁচ কেজি শুঁকনো গাঁজা সহ ৪৯ বোতল এসকফ,বিজয়নগর কালাবাড়ি এলাকার বাসিন্দা অনুপ দেববর্মার বাড়ি থেকে ১১ টি ড্রামে ৫২৯ কেজি শুঁকনো গাঁজা এবং একই এলাকার জঙ্গল থেকে ১৪ টি ড্রামে ৩২৪ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

































