বিশালগড় মহকুমায় প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর শনাক্ত করা হয় বৃহস্পতিবার।খবর পেয়ে দ্রুত ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে ছুটে যান বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ মেডিকেল টিম।খবর নিয়ে জানা গেছে বিশালগড় ঘনিয়ামারা এক নং ওয়ার্ডের বীরচন্দ্র পাড়ার বাসিন্দা মানিক চন্দ্র রায়(৫৫) জ্বর নিয়ে দুদিন আগে বিশালগর মহকুমা হাসপাতালে ভর্তি হন।কিন্তু তার স্বাস্থ্যের কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে জিবিতে রেফার করেন এবং ওইখানে চিকিৎসকরা ডেঙ্গু পরীক্ষা করতেই পজিটিভ আসে।বর্তমানে উনি আই.সি.ইউ তে ভর্তি রয়েছেন বলে জানান পরিবারের লোকজনরা।বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের মধ্যে জ্বরে আক্রান্ত দুজনকে ডেঙ্গু টেস্ট করা হয়েছে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।যেহেতু এটিই বিশালগড় মহকুমায় প্রথম ডেঙ্গু আক্রান্তের ঘটনা তাই ঘনিয়ামারার পরিস্থিতি যাতে সোনামুড়ার ধনপুরের মত না হয় সে জন্য প্রয়োজনীয় যত সব ব্যবস্থা গ্রহণ করার দরকার তার সবকটাই নেওয়া হবে বলে জানান মহকুমা স্বাস্থ্য অধিকারিক জ্যোতির্ময় দাস।জরুরী ভিত্তিতে শুক্রবারই ওই এলাকায় স্ক্রিনিং করার পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে ভলেন্টিয়ার ও আশা কর্মীদের দ্বারা ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হবে।