বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয় থেকে ১৫ কমলাসাগরের ৫০ টি বুথ,১৬ বিশালগড়ের ৬০ টি বুথ এবং ১৯ চড়িলামের ৪৪ টি বুথের ভোট কর্মীরা ইভিএম মেশিন সহ আনুষঙ্গিক সমস্ত সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।সিভিল কর্মীদের পাশাপাশি আরক্ষা কর্মীরাও এদিন বিশালগড় মহকুমা শাসকের কার্যালয় থেকে যার যার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়।তিনটি বিধানসভার ১৫৪টি পুলিং বুথে প্রিসাইডিং অফিসার,ফাস্ট পুলিং অফিসার,সেকেন্ড পুলিং অফিসার,থার্ড পুলিং অফিসার,গ্রুপ ডি কর্মী, আরক্ষা কর্মীসহ প্রায় ১৪০০ ভোট কর্মীকে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব সম্পন্ন করতে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।রাজ্যের এিপুরা পুলিশ,টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে পুলিং স্টেশন গুলিতে। তাছাড়াও কুইক রেসপন্স টিম,মোবাইল পেট্রোলিং টিম এবং থানায় পর্যাপ্ত পরিমাণে আরক্ষা কর্মীদের মোতায়েন করা হয়েছে।সাধারণ মানুষ যেন উৎসবের মেজাজে ভোট দিতে পারে তার ব্যবস্থাই করা হয়েছে মহকুমা প্রশাসনের তরফে।