অবশেষে দেরিতে হলেও ঘুম ভাঙল সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসনের।গাঁজা চাষে সিপাহীজলা জেলা প্রতিবছর নতুন নতুন রেকর্ড সৃষ্টি করলেও এ বছর অনেকটাই নরম মনোভাব পোষণ করে আসছিল জেলা পুলিশ প্রশাসন।মাঝেমধ্যে লোক দেখানো অভিযান করলেও তা প্রয়োজনের তুলনায় ছিল যথেষ্ট কম।এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদও প্রকাশিত হয়েছে।ফলে অবশেষে জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে বিশালগড় মহকুমার তিনটি থানা কর্তৃপক্ষই বৃহস্পতিবার একযোগে গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করে এদিন।কমলাসাগর এলাকায় বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বেশ কয়েকটি বাগানে এদিন অভিযান চালিয়ে ৪২ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে মধুপুর থানার ওসির নেতৃত্বে।অন্যদিকে বিশালগড় থানার পুলিশের নেতৃত্বে চেলিখলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ ধ্বংস করা হয়।বিশ্রামগঞ্জ থানার ওসির নেতৃত্বে এদিন প্রমোদনগর ভিলেজ কাউন্সিলের অধীন মুসলিম পাড়া ও সর্বজয় পাড়ায় গাঁজা বিরোধী অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।