বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তারমাথা এলাকায় একটি TR01BT0799 টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলা সাব্রুম রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে পড়ে।কিন্তু ভাগ্যিস অল্পেতে রক্ষা পেয়েছে গাড়ি চালক।এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার পূর্বেই পালিয়ে যায় গাড়ি চালক।বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী এই ঘটনাটি প্রত্যক্ষ করে।স্থানীয়দের বক্তব্য নেশাগ্রস্থ অবস্থায় চালক দ্রুত বেগে গাড়ি চালানোর ফলেই ঘটেছে এই দুর্ঘটনা।অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন আগরতলা উদয়পুর জাতীয় সড়কে।TR01E1549 একটি মালবাহী ট্রাক এবং TR01BU0707 একটি হুন্ডাই কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে হুন্ডাই গাড়িতে থাকা রেশমি মুরাসিং,দেবশ্রী মুরাসিং এবং সারথি মুড়াসিং নামে তিনজন গুরুতর আহত হয়েছে।অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ দুটো গাড়িই দুমড়ে মুচড়ে গিয়েছে।পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে দুর্ঘটনা গ্রস্থগাড়ি গুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে পুলিশ পৃথক দুটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।জানা গেছে হুুন্ডাই গাড়িটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।