পাঁচ লক্ষ টাকা দুর্গাপূজার চাঁদা দাবিতে বিশালগড় উত্তর রাউৎখলা এলাকার গরুর ব্যবসায়ী বাবা ও ছেলেকে বেধরক মারধরের অভিযোগ।ঘটনা বুধবার দুপুরে বিশালগড় রাউৎখলা যুব সংস্থায়।খবর নিয়ে জানা গেছে আহত ব্যাক্তি বর্তমানে হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।উক্ত ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়েছে বলে খবর।অভিযোগ বুধবার সকালে বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাবের সদস্যরা উত্তর রাউৎখলা এলাকার গরু ব্যবসায়ী দুলাল মিয়া ও তার ছেলে মামন মিয়াকে ক্লাবে ডেকে পাঁচ লক্ষ টাকা পূজার চাঁদা দাবি করে।এই নিয়ে ক্লাব সদস্যদের সাথে ওই গরু ব্যবসায়ী বাবা,ছেলের বাগ বিতন্ডায় ক্লাব সদস্যের বেধড়ক মারধরে গুরুতর আহত হয় ৫৪ বছর বয়স্ক দুলাল মিয়া ও তার ছেলে মামন মিয়া। বিকেলে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে ক্লাবের ভেতর থেকে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়া ও মামন মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কা জনক দেখে প্রাথমিক চিকিৎসার পর হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়।বর্তমানে হাঁপানিয়াতেই তাদের চিকিৎসা চলছে।পুলিশও যথারীতি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু বিশালগড় মহকুমা এলাকায় দুর্গা পূজোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ আসছে।বিশালগড় থানার ওসি তাপস দাস ইতিমধ্যেই দুটি ক্লাব কর্তৃপক্ষকে চাঁদাবাজির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।এক কথায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশালগড়ের সাধারণ মানুষের একপ্রকার হাঁসফাঁস অবস্থা।