বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মরত ফায়ারম্যান সহ আধিকারিকদের বারবারন্তে রীতিমত অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদকর্মীরা।ফায়ার সার্ভিস কোন কল এটেন্ড করতে গেলে এক অপরিচিত ব্যক্তির সফর সঙ্গী নিত্যনৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশালগড়ে।বিশালগড়ে সংঘটিত কোন ধরনের ইনসিডেন্ট এর তথ্য সাংবাদিকদের সাথে শেয়ার না করা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে।শুক্রবার সন্ধ্যায় চড়িলাম পুরানবাড়ি মোটর স্ট্যান্ডের সামনে একটি বাইক দুর্ঘটনায় কমল বর্মন(৫০) গুরুতর আহত হয়।স্থানীয়রা সঙ্গে সঙ্গেই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠালে তারা যথারীতি ঘটনাস্থলে পৌঁছে চিরাচরিত সেই অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে।আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে খবর পেয়ে বিশালগড় মহকুমায় কর্মরত সাংবাদিকরাও ঘটনাস্থলে ছুটে যায়।কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই অপরিচিত সফর সঙ্গীর কথায় ফায়ার কর্মীরা সাংবাদিকদের সাথে কোন তথ্য শেয়ার না করে সোজা চলে আসে তাদের গন্তব্যে।ফলে একপ্রকার বাধ্য হয়ে সাংবাদিকদের পুনরায় ছুটে আসতে হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের কাছে।ফলে মহকুমার সাংবাদিকরা যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন এই ঘটনা কেন্দ্র করে।