দলের সামাজিক ন্যায় সপ্তাহের অঙ্গ হিসাবে আজ বিশালগড় মণ্ডলের উদ্যোগে নবীনগরে অনুষ্ঠিত হয়েছে একটি মেগা স্বাস্থ্য শিবির।উক্ত স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব।এদিনের শিবিরে চক্ষু,দাঁত,মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ সহ চিকিৎকদের একটি বড় প্যানেল উপস্থিত ছিল।এলাকার প্রায় ১০০জন সাধারণ মানুষ এই স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করেন।পাশাপাশি এদের প্রত্যেককেই বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।এলাকার বিধায়ক বলেন স্বাস্থ্যই সম্পদ,স্বাস্থ্যই সুস্থ সমাজ গড়ার চাবিকাঠি তাই ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র রাজনীতিতেই বিশ্বাসী নয়,সমাজ সেবায়ও ততটা বিশ্বাসী।তাছাড়া আজকের এই স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান এই স্বাস্থ্য শিবিরটা শহরের কোন একটি জায়গায়ও করা যেত কিন্তু নবীনগরের মত একটি প্রত্যন্ত এলাকায় করার মূল কারণ হল যারা নানা প্রতিবন্ধকতার কারণে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত তাদের স্বাস্থ্য পরিষেবার আওতায় আনা।আগামী দিনেও এ ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলে জানান।