বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের পাশে সুদীপ দেবনাথ নামের এক ব্যক্তি নিজ ঘরের জন্য সরকারি নির্মান কাজে ব্যবহৃত সামুগ্রী চুরি করে নিয়ে আসেন সোমবার দুপুরে।কলেজ এলাকাতেই রাস্তার কাজের জন্য এনে রাখা হয়েছিল এই নির্মাণ সামগ্রী গুলি।সোমবার সকাল থেকে একের পর এক গাড়িতে করে রাস্তার কাজের জন্য মজুদ করা পাথরের চিপস তার বাড়িতে মজুত করতে শুরু করে।খবর পেয়ে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস পুলিশকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হানা দেয় এবং ঘটনার সত্যতা খুঁজে পায়।পরে আইনের বেড়াজাল থেকে বাঁচতে পুলিশ ও প্রশাসনের সামনে কান ধরে ক্ষমা চান ওই ব্যক্তি।অভিযোগ সুদীপ দেবনাথের বাড়ির কাছেই আরও কয়েকজন সরকারি নির্মান সামুগ্রী চুরি করে এনে বসতবাড়ি নির্মান করেছে বলে খবর।যেহেতু তিনি সমাজে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত তাই উনার অপরাধটি ক্ষমার চোখেই দেখেন ডিসিএম।পাশাপাশি আগামীদিনে যেন এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকে সেই নির্দেশও দিয়ে যান তিনি।