বাইক চোর চক্রের আরেক মাস্টার মাইন্ড আরিফ মিয়াকে রবিবার দুপুরে বিশালগড় পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে।উল্লেখ্য গত ১৬ মার্চ বিশালগড় নিউমার্কেট থেকে একটি পালসার বাইক চুরি হয়েছিল।ঐ দিন বাইকের মালিক বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছিল বিশালগড় থানায়, যার নম্বর হল BLG P.S- 45/2023 US 383।উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার মৃদুল মজুমদার মামলা হাতে নিয়ে ১৬ মার্চ বাইক সহ জামাল হোসেনকে গ্রেফতার করে।ধৃত জামাল হোসেনকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি বাইক সহ বিশালগড়ের আরেক বাইক চুর মাসুম ইলিয়াস ও রাকেশ খানকে গ্রেফতার করে,তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সুজিত মোদক ও পুরো বাইক চুর চক্রের মূল মাস্টারমাইন্ড এবং অবৈধ ব্যবসা- বাণিজ্যের লাইনম্যান তথা বিশালগড় থানার একাংশ ইন্সপেক্টরের সাথে দহরম মহরম সম্পর্ক বজায় রেখে চলা আরিফ মিয়ার নাম উঠে আসে।অল্পদিনের জন্য হলেও পূর্বথানা থেকে বদলি হয়ে বিশালগড় থানার দায়িত্ব নিয়ে রানা চ্যাটার্জির নেতৃত্বে শুরু হয়েছিল বিশালগড়ে বাইক চোর চক্রের পান্ডাদের জালে তোলার কাজ।যার সমাপ্তি হল আরিফ মিয়াকে জালে তোলার মধ্য দিয়ে।ফলে মামলার ইনভেস্টিগেশন অফিসার সাব-ইন্সপেক্টর মৃদুল মজুমদার ও সদ্য বদলি হওয়া রানা চ্যাটার্জীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন চুরি যাওয়া বাইকের মালিকরা।