উগান্ডার তরুণীকে বাংলাদেশে পাচারের ব্যর্থ চেষ্টায় অবশেষে গ্রেপ্তার তিন।বিশালগড় গড়ে উঠা আন্তর্জাতিক নারী পাচার চক্রের পুরো নেক্সাস পুলিশ ভেদ করা সম্ভব হয়ে উঠেছে বলে শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও।উল্লেখ্য গত ৪ মে গভীর রাতে আগরতলা রেল স্টেশন থেকে আফ্রিকা মহাদেশের উগান্ডার তরুণী বাব্রা নাবাওয়েসি(২৭)কে বিশালগড় কেন্দ্রীয় কারাগার সংলগ্ন চা বাগান এলাকায় নিয়ে আসে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে।কিন্তু এদিন রাতে ভারত বাংলাদেশ বর্ডারে কিছু একটা সমস্যা থাকায় এদিন তাদের পক্ষে আর পাচার করা সম্ভব হয়ে উঠেনি।ফলে পাচার চক্রের মাস্টার মাইন্ডরা ওই তরুণীর কাছ থেকে যাবতীয় সবকিছু লুটপাট করে মেয়েটিকে রাস্তায় ফলে দিয়ে চম্পট দেয়।পরে ঔই তরুণী অন্য এক গাড়ি চালকের সহায়তায় বিশালগড় মহিলা থানায় আশ্রয় নেয়।পুলিশ তদন্তে নেমে উগান্ডার তরুণীর মোবাইল ফোন ও সিডিআর পরীক্ষা করে বিশালগড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা আরাবর রহমান(২৯),মামন মিয়া(২৮),ঈদ্রিস মিয়া(৩১)এবং তার TR07C0218 নম্বরের মারুতি ওমনি গাড়িটিও আটক করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বিশালগড় থানায় আহূত সাংবাদিক সম্মেলনে সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ও এসডিপিও রাহুুল দাস জানান এই তিন মাস্টারমাইনকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু নাম পুলিশের কাছে উঠে এসেছে।যদিও তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে।তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যান্য সদস্যদের জালে তোলা হবে।