করোনা মহামারীর পর প্রথমবারের মত জাঁকজমক পূর্ণভাবে বুধবার সন্ধ্যায় কমলাসাগর মাতাবাড়িতে বাৎসরিক পূজা ও দুদিনব্যাপী ভাদ্রমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল।রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে মেলার শুভ উদ্বোধনের কথা থাকলেও দিল্লীতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক থাকায় বিধায়িকা অন্তরা দেব সরকার ও জেলা সভাধিপতির হাত ধরে মেলার শুভ উদ্বোধন হয়।এবারের ভাদ্র মেলা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা।কারণ কমলাসাগরের বর্তমান বিধায়িকা অন্তরা দেব সরকার ভাদ্রমেলার পাশাপাশি কমলাসাগর কালীমায়ের মন্দিরের গরিমা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।প্রথমত এবারের ভাদ্র মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসার উদ্দেশ্যে আসা দোকানিদের কোন ধরনের স্টল ভাড়া দিতে হবে না।দ্বিতীয়ত কয়েক লক্ষ টাকা খরচ করে কমলাসাগর কালীমায়ের মন্দির থেকে শুরু করে দিঘির পাড় পর্যন্ত বিভিন্ন রঙের এলইডি লাইটের মাধ্যমে আলোক উজ্জ্বল করা হয়েছে মন্দির প্রাঙ্গণ,যা দর্শনার্থীদের সামনে আরও আকর্ষণীয় করে তুলেছে কসবেশ্বরী মায়ের মন্দিরকে।অন্যদিকে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যাপক আয়োজন করা হয়েছে মন্দিরের পাশের নৃত্যমঞ্চে।ফলে দূর দূরান্ত থেকে কসবেশ্বরী মায়ের মন্দিরে আসা পূর্ণার্থীরা পূজার্চনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যাপক আনন্দ উপভোগ করতে পারছে।এবারের ভাদ্রমেলায় মোট ২৩০ টি স্টল বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে।