মধুপুর থানাধীন কোনাবন,হরিহরদোলা বর্তমানে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের প্রথম পছন্দের করিডর রবিবার তা আবারও প্রমাণিত হল।দুদিন আগে বর্ডার গোলচক্কর এলাকা থেকে চুরি যাওয়া TR01AD4555 নম্বরের হোন্ডা মোটর সাইকেলটি রবিবার উদ্ধার হয়েছে কোনাবন হরিহরদোলা ভারত বাংলাদেশ সীমান্তের ১২৩ নম্বর গেইটের কাঁটাতার বেড়া সংলগ্ন এলাকা থেকে।এদিন সকাল ১১ টায় স্থানীয়রা লক্ষ্য করে একটি বাইক দুই যুবক মিলে কাঁটাতারের বেড়া পার করার চেষ্টা করছে।সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশী দুই যুবক আব্দুল করিম(২৪) এবং জনু মিয়া(২৬) কে মোটরসাইকেল সমেত আটক করে বিএসএফ কে খবর পাঠায়।তারা চুরির বাইক সমেত দুই বাইক চুরকে উদ্ধার করে মধুপুর থানার হাতে হস্তান্তর করে।
			



















                                
                                
							










