মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যুর সাথে লড়াই করছে বাইক চালক ইয়াগা দেববর্মা সহ ধীরেন্দ্র দেবনাথ নামে ৯০ বছরের এক বৃদ্ধা।ঘটনা শনিবার দুপুরে বিশালগড় থানাধীন রাস্তারমাথা গোডাউন সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর।খবর নিয়ে জানা গেছে ৯০ বছরের বৃদ্ধা ধীরেন্দ্র দেবনাথ জাতীয় সড়কের পাশ ধরে কীর্তনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছিল।এমন সময় মধুপুরের বাসিন্দা ইয়াগা দেববর্মা একটি নম্বর বিহীন পালসার বাইক নিয়ে দ্রুতগতিতে ছুটে হেসে সরাসরি বৃদ্ধাকে ধাক্কা মেরে নিজেও বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে রাস্তার ধারে পড়ে থাকে।সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।প্রাথমিকভাবে যা বুঝা গেছে বৃদ্ধার বাঁ হাত ভেঙ্গে টুকরো হয়ে গেছে দ্বিতীয়তপ্র প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেম লাগাতে হয়েছে।অন্যদিকে বাইক চালকের মুখ পুরোপুরি থেথলে গেছে ঠোঁট কেটে চৌচির এবং চোখের উপরে তিন-চারটি সেলাই করতে হয়েছে।ফলে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাঁপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে।