বিজয় দেববর্মা সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিতেই সাফল্য আসতে শুরু করেছে।শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিশালগড় থানার পুলিশ ২৯ কাটুন ভর্তি শব্দবাজি সহ দুই পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে।খবর নিয়ে জানা গেছে শনিবার গোপন সূত্রে খবর আসে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে TR07D1587 নম্বরের বোলেরো পিকআপ গাড়িতে করে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।উক্ত খবরের ভিত্তিতে বিশালগড় থানার দুই অফিসার সমেত পুলিশ জওয়ানরা কড়ুইমুড়া বাজারে উৎপেতে বসে।গাড়িটি আসা মাত্রই পুলিশ চালকসহ গাড়িটি আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে।খবর পেয়ে থানায় ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ অধিকারিক জানান গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।আগামীদিনেও এ ধরনের তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানান তিনি।