বরাতজুড়ে প্রাণে বেঁচে গেল প্রথম শ্রেণীর দুই স্কুল পড়ুয়া ছাত্রী।ঘটনা সোমবার দুপুরে উত্তম ভক্ত চৌমুনীস্থিত নাকা পয়েন্টের সামনে।ঘটনার বিবরণে জানা গেছে বীরবন্ধু ইংরেজি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ুয়া শ্রেয়া দাস ও সায়ন্তিকা দাস স্কুল শেষে সেকেরকোটের উদ্দেশ্যে রওনা হয়ে উত্তম ভক্ত চৌমুনী নাকা পয়েন্টের সামনে এসে পৌঁছতেই একটা রাবার বোঝাই টাটা এইচ গাড়ি দু’জনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে সেকেরকোট থেকে গাড়িটিকে আটক করে ফিরিয়ে আনে নাকা পয়েন্টের সামনে।কিন্তু পুলিশের ভূমিকা দেখে স্থানীয়রা একরাশ খুব উগরে দিয়ে সাংবাদিকদের সামনে তীব্র নিন্দা জানান পুলিশের ভূমিকা নিয়ে।তাদের অভিযোগ পুলিশ সর্বদাই নাকা পয়েন্টের সামনে ব্যস্ত থাকে ফাইন কাটতে।কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশ বরাবরই অনীহা প্রকাশ করে বলে অভিযোগ।