অবৈধ নেশা সামগ্রীর লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত বিশালগড় থানাধীন ঘনিয়ামাড়া পঞ্চায়েত এলাকা।বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী তোফাজ্জল হোসেনের ভাই উজ্জ্বলকে ঘনিয়ামারা এলাকায় পেয়ে কয়েকজন নেশা কারবারি পূর্বের লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।দুই পক্ষের ধাক্কাধাক্কিতে উজ্জল মিয়া কিছুটা দূরে ছিটকে গিয়ে বাউন্ডারির টিনের মধ্যে পড়ে ঘাড়ের একটা অংশ কেটে যায়।উজ্জলের আহত হওয়ার খবর তার নিজ এলাকায় ছড়িয়ে পড়তেই বাতান মুড়া এলাকা থেকে কুড়ি পঁচিশ জন যুবক ঘটনাস্থলে ছুটে আসে।তারা এসে আহত উজ্জ্বলকে একটি প্রাইভেট গাড়িতে করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গাড়ির সামনে আসা কয়েকজনকে পিষে দেওয়ার চেষ্টা করে।এতে তিনজন গুরুতর আহত হয়।পরে তাদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।ফলে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।