সিপিএম প্রার্থীকে ধমকানোর অভিযোগ উঠল বক্সনগর বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারের বিরুদ্ধে। এই মর্মে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মুখনির্বাচন আধিকারিক এর কাছে চিঠি দিয়েছেন। শুক্রবার ওই এআরও বক্সনগর এর সিপিএম প্রার্থী শামসুল হকের মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন মোবাইলে । শ্রী চৌধুরী বলেছেন, জনগণের প্রতিনিধিত্বের আইনে একজন এ আর ও কারোর মনোনয়নপত্র বাতিল করতে পারেন কিনা। এই ধরনের ঔদ্ধত্য ওই আধিকারিক কিভাবে দেখালেন তা নিয়েও প্রশ্ন রাখেন জিতেনবাবু। তিনি অভিযোগ পত্রের সাথে অডিও ক্লিপ কমিশনে জমা দেন।