প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিবসকে কেন্দ্র করে পক্ষকালব্যাপী সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রবিবার নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সিটিজেন হোম, জুভেনাইল হোম, অনাথালয় ও দিব্যাঙ্গজন ছেলেমেয়েদের আবাস পরিদর্শন করেন । এ সমস্ত আবাস পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বৃদ্ধাশ্রমের আবাসিক, দিব্যাঙ্গজন ছেলেমেয়ে, জুভেনাইল হোমের কিশোর কিশোরী, অনাথশিশুদের সাথে কথা বলেন ও তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী আবাসিকদের জীবনযাত্রা সম্পর্কেও অবগত হন। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে স্মরনীয় করে রাখতে আবাসিকদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হল মানুষের সাথে মানুষের পাশে থাকা। আজকের শুভদিনকে সামনে রেখেই তাঁর এখানে আসা। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে ভারত আজ বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছে। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিনিয়ত সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে।