বুধবার প্রয়াত হলেন বিশালগড় প্রেসক্লাব ও চড়িলাম রামঠাকুর আশ্রমের প্রাক্তন সভাপতি সাধন দেবনাথ(৭৭)।সম্প্রতি ব্রেইন স্ট্রোকে মাথায় রক্ত জমাট বেঁধে গুরুতর অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি ছিলেন।ডক্টর রেড্ডির তত্ত্বাবধানে প্রথম ধাপে মস্তিষ্কে অশ্রু পাচারের পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও পুনরায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি রেড্ডির অধীনেই জিবি হাসপাতালে ভর্তি করে পুনরায় অস্ত্রপাচার করা হয়।বার্ধক্যের এই সময়ে উনি অশ্রু পাচারের এই ধকল সহ্য করে উঠতে পারেনি।ফলে দ্বিতীয়বার মস্তিষ্কে অশ্রু পাচারের পর উনার আর জ্ঞান ফিরে আসেনি।ফলে তখন থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি।বুধবার সকালে উনি জীবন যুদ্ধে হেরে যান।উনার মৃত্যুর এই শোক সংবাদ শুনে শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীরা চড়িলামস্থিত উনার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।মৃত্যুকালে উনি উনার স্ত্রী,দুই ছেলে সুব্রত দেবনাথ ও চিন্ময় দেবনাথ এবং মেয়ে কেয়া দেবনাথ সহ বহুু আত্মীয়-স্বজন রেখে গেছেন।উনার মৃত্যুতে গোটা চড়িলাম জুড়েই শোকের আবহ লক্ষ্য করা গেছে।