ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ত্রিপুরার ভূমিপুত্র বিচারপতি শুভাশিস তলাপাত্র। মঙ্গলাবার সকাল ৯টায় তিনি ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ নভেম্বর গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শুভাশিস তলাপাত্র বিচারক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে ত্রিপুরা হাইকোর্ট গঠিত হলে তিনি এই হাইকোর্টে যোগ দেন। ২০২২ সালের ১০ জুন তাকে ওড়িশা হাইকোর্টে বদলি করা হয়। উল্লেখ্য, এর আগে ত্রিপুরার প্রথম ভূমিপুত্র হিসেবে সুজিত রায়বর্মন হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন।
































