খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ১৮ জানুয়ারি।
খোয়াই থেকে সীমনা জুড়ে শুরু হয় ব্যাপক যৌথ টহলদারি। এদিন ডগ স্কোয়াড সহ খোয়াই থেকে পশ্চিম ত্রিপুরা জেলার সিমনাস্থিত ‘ছুছুন্দর নালা’ সীমান্ত পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে পুলিশ, টিএসআর ও বিএসএফ-এর যৌথ টিম রাতভর সীমান্ত চষে বেড়ায়।
এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, বাইজালবাড়ী পুলিশ ফাঁড়ির ওসি যুগল কিশোর ত্রিপুরা। বিএসএফের পক্ষ থেকে অভিযানে অংশ নেন ১০৪ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট সুরিয়াভান সিং, স্টেনলি বিএসএফ ক্যাম্প ইনচার্জ, পহরমুড়া বিএসএফ ক্যাম্প ইনচার্জ, পাশাপাশি বগাবিল, বেলছড়া ও খেংড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জরাও উপস্থিত ছিলেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও গাড়িতে চেপে সীমান্ত এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খতিয়ে দেখেন। সীমান্ত সংলগ্ন জনবসতি, সংবেদনশীল এলাকা ও চলাচলের সম্ভাব্য রুটগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসের আগে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতেই এই সমন্বিত টহলদারি। একইসঙ্গে সীমান্তের দু’পারের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই রাতভর অভিযানে স্থানীয় এলাকায় নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামী দিনগুলোতেও এই ধরনের যৌথ নজরদারি আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

































